বাংলাদেশের ৫০ বছর: অর্জনের পাশে বঞ্চনার কাঁটা বিঁধছে চট্টগ্রামবাসীকে

প্রথম আলো ওমর কায়সার প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ২১:২৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামের অর্জনের কথা ভাবলে চট্টগ্রামবাসীর চেহারা কিছুটা বিবর্ণ হয়ে পড়ে। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ নানান ক্ষেত্রে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো প্রভূত উন্নয়ন আমাদের হয়েছে। কিন্তু চট্টগ্রামবাসীর পাওনার হিস্যায় কিছুটা বৈষম্য আছে। চট্টগ্রাম নগরে দৃশ্যমান অগ্রগতি বা উন্নয়ন অনেক। বড় বড় সড়কগুলোয় এখন ছায়া দিচ্ছে উড়ালসড়ক। নদীর গভীরের টানেল যোগাযোগব্যবস্থাকে নতুন শতাব্দীর জন্য যোগ্যতর করে তুলছে। সাগর আর নদীর তীর ঘেঁষে চলে যাচ্ছে সুদীর্ঘ মেরিন ড্রাইভ।


চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশন থেকে দোহাজারী ছাড়িয়ে রেল চলে যাবে দরিয়া নগর কক্সবাজারে। ২৪ ঘণ্টা সম্প্রচারের স্বতন্ত্র টেলিভিশন কেন্দ্র। এই সব চোখধাঁধানো অর্জনের পাশাপাশি কিছু বঞ্চনার বিষয় আজ উচ্চারণের সময় এসেছে। কারণ, এসব মৌলিক বিষয় যদি অপূর্ণ থাকে, তাহলে অন্য সব প্রাপ্তিকে মলিন করে তুলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us