বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’। এই সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটোই পেয়েছে আকাশচুম্বী সাফল্য। উদয় ভাই, মজনু ভাই, ডা. ঘুংড়ু চরিত্রগুলো এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। ওয়েলকামের সেই হাস্যরস আবারও আসছে পর্দায়। হ্যাঁ, ‘ওয়েলকাম থ্রি’ আসছে। বলিউডে জোর গুঞ্জন, আগামী বছরের মাঝামাঝি সময়েই শুরু হবে সিনেমাটির শুটিং। হিন্দি সিনেমাপ্রেমিদের জন্য এটা নিঃসন্দেহে বড় সুখবর।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য সাজানো হচ্ছে। এবারও আগের চরিত্রগুলো থাকছে। অর্থাৎ অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল চেনা সেই রূপে হাজির হবেন। তাদের সঙ্গে যুক্ত হতে পারে নতুন কিছু চরিত্র।