নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালট পেপারে সিল

ঢাকা টাইমস প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলার সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটের তিনটি ব্যালট পেপার ভাইরাল হয়। যাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে লেখা ও সিল মারা ছিল। রবিবার বিকাল ৩টার দিকে এমন তিনটি ব্যালট পেপারের ছবি এসে পৌঁছায় গণমাধ্যমকর্মীদের কাছে।


জানা গেছে, সকাল ৮টা থেকে জেলার কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে চলে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালট পেপার ভাইরাল হয় যার মধ্যে সুন্দলপুর ইউনিয়নের একটিতে লেখা ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই’নরোত্তমপুর ইউনিয়নের দ্বিতীয়টিতে ছিল ‘বেগম জিয়ার মুক্তি চাই’এবং তৃতীয়টিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের একটি সিলে লেখা ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us