বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের খোলনলচে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দিয়ে এ বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একলা চলার নীতি বদলে সবাইকে নিয়ে পথচলার প্রতিশ্রুতি দেয় এ প্রশাসন। এর পাশাপাশি ‘মধ্যবিত্তের জন্য বৈদেশিক নীতি’ গ্রহণ করে বিদেশে মার্কিন স্বার্থের সঙ্গে দেশে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার কথা বলেন জো বাইডেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বাইডেন প্রশাসন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে ছিল বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন, মার্কিন নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে আরও সক্রিয় প্রতিক্রিয়া, রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপন, ইরান পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার, মেক্সিকোর সঙ্গে দক্ষিণ সীমান্তে ওয়াশিংটনের আরও মানবিক নীতি যুক্ত করা।