নারীদের নিপুণ হাতে তৈরি পণ্য

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫

ঐতিহ্যবাহী হস্তশিল্পের শহর জামালপুর। ঘরে ঘরে সুই-সুতায় নিপুণ হাতে হস্তশিল্পের পণ্য তৈরি করছেন নারীরা। তাঁদের স্বাবলম্বী হওয়ার দুয়ার খুলে দিয়েছে এই শিল্প। শহরের অলিগলিতে প্রায় ঘরেই হস্তশিল্প পণ্য তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় সুই-সুতার কারুকাজে বাহারি ডিজাইনের হস্তশিল্পের পণ্য তৈরি করছেন নারীরা। এর মধ্যে আছে থ্রি–পিস, পাঞ্জাবি, নকশিকাঁথা, বিছানার চাদর, বালিশের কভার (কুশন), শাড়ি, বিভিন্ন আইটেমের ব্যাগ ও হাতপাখা উল্লেখযোগ্য। দেশের সীমা ছাড়িয়ে এসব হস্তশিল্পের পণ্য এখন বিদেশেও যাচ্ছে। হস্তজাত পণ্য তৈরি করে জাতীয় পর্যায়ে বেশ কিছু নারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার স্বীকৃতিও পেয়েছেন।


সম্ভাবনাময় এই শিল্পের আরও প্রসার ঘটাতে সরকার জামালপুরে একটি নকশিপল্লি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এতে উদ্যোক্তাদের মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে দূর হবে হস্তশিল্পকর্মীদের পণ্য বাজারজাত সমস্যা। শিল্পের প্রসারে জামালপুরের প্রস্তাবিত নকশিপল্লিটি দ্রুত বাস্তবায়ন হওয়ার দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us