স্থাপত্যকলার অনন্যনিদর্শন

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৩:০৪

শেরপুর জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়ালস্কর গ্রামে গেলে দেখা মিলবে ঐতিহাসিক ঘাগড়ালস্কর খান মসজিদ। চুন-সুরকিতে নির্মিত এ মসজিদের ভেতরে ঢুকলে মনে হবে, আপনি ফিরে গেছেন ২০০ বছর আগের প্রাচীন বাংলায়।


মসজিদের মূল দরজার ওপর খোদাই করা ফলকে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে হিজরি ১২২৮ বা খ্রিষ্টীয় ১৮০৮ সাল; অর্থাৎ এ মসজিদের বয়স প্রায় ২০০ বছর। প্রাচীন স্থাপত্যকলার এক অনন্যনিদর্শন এ ঘাগড়ালস্কর খান মসজিদ। যদিও স্থানীয় ব্যক্তিদের কাছে মসজিদটি খানবাড়ি মসজিদ নামেই বেশি পরিচিত। এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের দৈর্ঘ্য-প্রস্থ উভয় দিকেই রয়েছে ৩০ ফুট। আকারে ছোট হলেও, ইতিহাস আর শৈল্পিকতার বিচারে মসজিদটি বেশ গুরুত্ব বহন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us