যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চ্যুয়াল শুভেচ্ছা বিনিময়ের সময় বাইডেনবিরোধী স্লোগান দিয়েছেন এক ব্যক্তি। বড়দিন উপলক্ষে স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে শিশুদের জন্য আয়োজিত ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে ওই ব্যক্তি বাইডেনকে বলেন, ‘লেটস গো ব্র্যান্ডন’। হঠাৎ বিদ্রূপ বুঝতে না পেরে বাইডেন বলে ওঠেন তিনি এ কথার সঙ্গে একমত। খবর বিবিসির।