সময়ের স্রোতে তারা এখন খুব ভালো বন্ধু। বলিউডের বিখ্যাত ‘করণ অuর্জুন’ সিনেমার সেই দুই ভাইয়ের মতোই তারা একে অপরকে আগলে রাখেন, পাশে থাকেন। বলছি শাহরুখ খান ও সালমান খানের কথা। গেল কয়েক বছরে তাদের সম্পর্ক নিয়ে অনেক ইতিবাচক ও আবেগী গল্প তৈরি হয়েছে বি-টাউনে।
শাহরুখের সিনেমায় অতিথি হয়ে কাজও করেছেন সালমান। এবার চমক নিয়ে বলিউড ভাইজানের সিনেমায় হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ।