টালিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। না, শুধু একটি পরিচয় যথেষ্ঠ নয় তার ক্ষেত্রে। তিনি প্রযোজক, গায়িকা, ও সমাজকর্মী। শোবিজের গ্ল্যামারাস জগতের বাইরে তার মানবিক দিকগুলো অনেক বেশি মুগ্ধতা ছড়ায়।
নিজের অর্থায়নে ঋতাভরী একটি স্কুল পরিচালনা করেন। যেখানে ৭৬ জন শিশু পড়াশোনা করে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। সেই শিশুদের কাছেই বারবার ছুটে যান অভিনেত্রী। আর বড়দিন এলে সান্টাক্লজ হয়ে তাদের কাছে উপহার নিয়ে হাজির হন।