বিদায় নিচ্ছে ২০২১ সাল। করোনার কারণে এই বছর উচ্চ আদালতে কখনও ভার্চুয়ালি আবার কখনও শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চালাতে হয়েছে। তবে বছরজুড়ে আলোচিত বিভিন্ন রিট, মামলা ও রায়ের জন্য মানুষের দৃষ্টি ছিল উচ্চ আদালতের দিকে।
পি কে হালদারকাণ্ড নিয়ে বিভিন্ন আদেশ, দুই শিশুর জাপানি মায়ের আইনি লড়াই, নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুস ও ২৮০ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব, পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের নির্দেশ, বিচারক কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া, হাতিরঝিলের বাণিজ্যিক স্থাপনা অপসারণ, ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন, ইজিবাইক চিহ্নিত ও অপসারণসহ বিভিন্ন আলোচিত রায় ও আদেশের কারণে বছরজুড়ে উচ্চ আদালত ছিল সরগরম।