রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া আর কোন পরিত্রাণ নেই: নুরুল হক নুর

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ১৪:৫৯

দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।


আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।


রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া আর কোন পরিত্রাণ নেই জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘এরা সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। এরা জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাজপথে রক্ত দেওয়ার জন্য নামতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না। আর গণতন্ত্র না থাকলে সুশাসন আসবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের বিধিবদ্ধ ব্যবস্থা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যত দিন থাকবে কেউ রেহায় পাবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us