স্বাদে ভিন্নতা নিয়ে আসতে টমেটো ভর্তা একটু অন্যভাবে করে ফেলতে পারেন। মজাদার টমেটো ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
উপকরণ
টমেটো- ২০০ গ্রাম
শুকনা মরিচ- ৭টি (কুচি)
রসুন কুচি- ১ চা চামচ
পেঁয়াজ- ২টি (কুচি)
লবণ- স্বাদ মতো
ধনিয়া পাতা কুচি- প্রয়োজন মতো
সরিষার তেল- প্রয়োজন মতো