বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা সবারই জানা। সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও তাঁর বোর্ডের অপরিণামদর্শিতা আর কোভিড-১৯–এর প্রভাবে বার্সেলোনার আয় কমে গেছে অনেকখানি। এ মৌসুমের শুরুতে হঠাৎ জানা গেল, লা লিগার নিয়ম মেনে বার্সেলোনার বেতনসীমা এখন মাত্র ৯ কোটি ৭০ লাখ ইউরো। বার্সেলোনার জন্য এটা কত বড় ধাক্কা, সেটা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট—গত মৌসুমেও লিওনেল মেসি কর–পূর্ব বেতন পেতেন ১০ কোটি ইউরোর বেশি।
ফলে শুধু মেসিকেই ছেড়ে দিতে বাধ্য হয়নি বার্সেলোনা, ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী আঁতোয়ান গ্রিজমানকেও ধারে পাঠাতে হয়েছে আতলেতিকোতে। ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করে কেনা এমারসন-ত্রিনকাওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এতেও নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের চুক্তিতে আনা যাচ্ছিল না। ক্লাবের চার অধিনায়কের বেতন অর্ধেক করে সের্হিও আগুয়েরো, মেম্ফিস ডিপাই, এরিক গার্সিয়াদের দলে টানতে পেরেছে বার্সেলোনা।