নানাবিধ চ্যালেঞ্জ এবং সম্ভাবনার হাতছানি নিয়ে ২০২২ সালের পহেলা জানুয়ারি নতুন ভেন্যু রাজধানীর পূর্বাচলে নির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেই শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এটি দেশের ২৬তম বাণিজ্যমেলা। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়া গেছে। এ সংক্রান্ত ফাইলের সারাংশ তিনি অনুমোদন করে দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী।
জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো স্থান ছেড়ে রাজধানীর অদূরে নতুন শহর পূর্বাচলে এই মেলা আয়োজনে নানা রকমের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়। তবে প্রথম বছর হিসেবে নানা ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে মাসব্যাপী বাণিজ্যমেলা এ বছর সম্পন্ন করতে পারলে আগামী বছরগুলোয় আর পেছনে তাকাতে হবে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি কর্মকর্তারা।