দুর্ঘটনা ঘটিয়েছে বলিউড তারকা নোরা ফাতেহির গাড়ি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেপরোয়া গতিতে মুম্বাইয়ের রাস্তায় এক অটোকে ধাক্কা মারে এটি।
তবে তখন গাড়িতে ছিলেন না নোরা। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই স্থানীয় জনতা ছুটে এসে রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে গাড়ি থেকে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত অটোচালককে ১০০০ রুপি দিয়ে ছাড়া পায় গাড়িচালক।