যেভাবে শিশুর স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্টওয়াচ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:১৪

প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয় বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার শিশুদের জন্য বাজারে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল ভারতীয় টেক ব্র্যান্ড ইনবেস। অভিনব ডিজাইন ও চারটি আকর্ষণীয় রঙের সঙ্গে আসছে ইনবেস আরবান ফ্যাব স্মার্টওয়াচটি। ১০০টিরও বেশি ওয়াচ ফেস এবং কল-মেসেজ নোটিফিকেশন অ্যালার্ট ফিচার উপলব্ধ এটি।


শিশুরা যাতে তাদের দৈনিক দিনলিপি অনুসরণ করে চলে, তার জন্য ১০টি স্বতন্ত্র অ্যালার্ম অপশন রয়েছে ডিভাইসে। ফলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, খেলতে যাওয়ার মতো প্রতিদিনের কাজকর্ম সময় মতো মনে করিয়ে দেবে স্মার্টওয়াচটি। ইনবেস তাদের এই ডিভাইসে হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং ফিচার অন্তর্ভুক্ত করেছে। এছাড়া থাকছে একাধিক স্পোর্টস মোড ও চাইল্ড লক ফিচার। তাই সন্তানদের স্বাস্থ্য ও গতিবিধি খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। ডিভাইসটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us