মানবজাতির প্রতি কুরআনের উপদেশ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৬

ইসলাম মানবজাতিকে দিয়েছে সঠিক ও কল্যাণকর বিধিবিধান। সুন্দর পরিচ্ছন্ন ও উন্নত জীবনের পথ দেখায় মহাগ্রন্থ আল কুরআন। মানুষের কথা বলা থেকে শুরু করে চলাফেরা, দেখাশোনা, খাওয়া-দাওয়াসহ কোনো কিছুই বাদ যায়নি। সবই আলোচিত হয়েছে পবিত্র কুরআনে। প্রয়োজন শুধু তা পড়ে দেখার এবং বুঝে আমল করার।


তবেই উন্নততর হবে মানুষের জীবনমান। মানুষের জীবন ঘনিষ্ঠ কুরআনের উপদেশগুলো হলো- ১. সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। ইরশাদ হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। এবং জেনেশুনে সত্য গোপন করো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৪২) ২. সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। ইরশাদ হয়েছে, ‘তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, আর নিজেদের বিস্মৃত হও…?’ (সুরা : বাকারা, আয়াত : ৪৪) ৩. বিবাদে লিপ্ত হয়ো না। ইরশাদ হয়েছে, ‘…দুষ্কৃতকারীরূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৬০) ৪. কারো মসজিদে যাওয়ার পথে বাঁধা দিও না। ইরশাদ হয়েছে, ‘তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর (ঘর) মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশসাধনে প্রয়াসী হয়…?’ (সুরা : বাকারা, আয়াত : ১১৪) ৫. কারো অন্ধ অনুসরণ করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us