পৃথিবীর সবচেয়ে বড় রুবিকস কিউব

নিউজ বাংলা ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮

নিনা মলের এই কিউবটি ২০১৯ সালে বানানো ব্রিটিশ পাজল মেকার টনি ফিশারের কিউবটির রেকর্ড ভেঙে দেয়। এর আগ পর্যন্ত সেটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় রুবিকস কিউব। যার আকৃতি ছিল- ২.০২ মিটার X ২.০২ মিটার X ২.০২ মিটার।


রুবিকস কিউব আবিষ্কৃত হয় ১৯৭৪ সালে। ৪০ বছরের বেশি সময় ধরে মজার এই জিনিসটিতে নানা পরিবর্তন হয়েছে। বেরিয়েছে নতুন নতুন অনেক ফর্মুলা।


২০২১-এর ২৮ মার্চ হংকংয়ের নিনা মলের একটি রুবিকস কিউবের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে জায়গা করে নেয়। ২.৫০৩ মিটার X ২.৫০৫ মিটার X ২.৫০৩ মিটার আকারের এই কিউবটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় রুবিকস কিউব বলে বিবেচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us