রাজশাহীতে ধীরগতির উন্নয়ন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৩০

দেশে সিটি করপোরেশন ও পৌরসভার সংখ্যা বেড়েছে। কিন্তু সেখানকার বাসিন্দারা আদৌ কোনো নাগরিকসেবা পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়, সেগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে তারও কি খোঁজখবর সরকারের সংশ্লিষ্ট মহল রাখে? তা না হলে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে এ দশা হবে কেন? মানুষের জন্য উন্নয়ন, এখন তা যদি উল্টো দুর্ভোগই বাড়িয়ে দেয়, সেই উন্নয়নের গুরুত্ব কী থাকল। সরকারি প্রকল্পের অনিয়ম, অব্যবস্থাপনা ও গড়িমসি বারবার সম্পাদকীয়র বিষয় হয়ে উঠছে আমাদের। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।


প্রথম আলোর প্রতিবেদন বলছে, রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়া ১৮৭ কোটি ৫২ লাখ টাকার প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় তিন মাস আগে। অথচ এখনো ছয়টি ওয়ার্ডে উন্নয়নের একটি ইটও লাগেনি। বাকি ওয়ার্ডগুলোতে এখনো কাজ চলছে। সিটি করপোরেশনের হিসাবমতে, কাজের গড় অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। এ অবস্থায় কাজের মেয়াদ বাড়ানো হলেও কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us