গত ১৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের বিজয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান করেছে। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানের শোষণ মুক্ত হয় বাংলাদেশ। এ লড়াইয়ে বাংলাদেশের পাশে ছিল প্রতিবেশি দেশ ভারত। মুক্তিযুদ্ধের শেষ দিকে সরাসরি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় সেনারা। তাই বাংলাদেশের পাশাপাশি প্রতি বছর ১৬ ডিসেম্বর ভারতও বিজয় দিবস পালন করে। এ বছর বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত উভয় রাষ্ট্র পৃথকভাবে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে।
তবে বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণটি আরও জৌলুসপূর্ণ হয়নি এবং এই বিজয়ে যারা প্রধান ভূমিকা রেখেছেন তাদের অবদানের কথা খুব একটা আলোচনায় আসেননি বলে সমালোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বিরোধী বিএনপি সমালোচনা করছে যে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সরকার ওসমানী, জিয়া, তাজউদ্দীনের নাম উচ্চারণ করেনি’। অন্যদিকে নয়া দিল্লিতে ভারত আয়োজিত অনুষ্ঠানে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।