চট্টগ্রামে ১৭০৩ নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ১৭০৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।


নতুন ১৩ জনকে নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৪২ জনে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সাতজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us