কারাগারগুলোতে মাত্রাতিরিক্ত বন্দির চাপ কমাতে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক এখন কসোভোর কাছ থেকে কারাগার ভাড়া নিতে চলেছে।
বিবিসি জানায়, ইউরোপীয় বলকান রাষ্ট্র কসোভো ৩০০টি প্রিজন সেল বা কারাকক্ষ ভাড়া দিতে রাজি হয়েছে ডেনমার্ককে।
সোমবার দুই দেশের সরকার এ সংক্রান্ত পাঁচ বছর মেয়াদী একটি চুক্তি সই করেছে বলে জানানো হয়েছে এক যৌথ বিবৃতিতে।
এই চুক্তিকে বলা হচ্ছে, 'পলিটিক্যাল ডিক্লারেশন অব ইনটেন্ট’। ভাড়া হিসেবে প্রথম পাঁচ বছরে কসোভোকে ১ কোটি ৫০ হাজার ইউরো ফি দেবে ডেনমার্ক।