জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে শতভাগ ই-পেমেন্ট সিস্টেম

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮

চট্টগ্রাম কাস্টম হাউস সহ দেশের সকল শুল্ক স্টেশনে আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুল্ককর পরিশোধে শতভাগ কার্যকর হচ্ছে 'কাস্টমস ডিউটি ই-পেমেন্ট' (ইলেকট্রনিক পেমেন্ট)। এর আগে চলতি অর্থবছরের (২০২১-২০২২) ১ জুলাই থেকে ২ লাখ টাকার উপরে শুল্ককর ই-পেমেন্ট সিস্টেমে পরিশোধ প্রক্রিয়া শুরু হয়েছিলো। 


সংশ্লিষ্টরা জানিয়েছে, এই সিস্টেম শতভাগ কার্যকর হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে জাল-জালিয়াতি, শুল্ক ফাঁকি রোধ হবে। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে আমদানিকারকদের কাছ থেকে শুল্ককর বাবদ সিএন্ডএফ এজেন্টদের অতিরিক্ত অর্থ আদায়, আমদানি নথি প্রতি কাস্টম এবং ব্যাংক কর্মকর্তাদের টাকা আদায়সহ সকল অনৈতিক কাজ কমে আসবে।


তবে আমদানিকারকরা জানিয়েছেন, কাস্টমসের সফটওয়্যারে ই-পেমেন্ট সিস্টেম মাঝে মাঝে কারিগরি ত্রুটির কারণে ধীরগতির হয়ে যায়। তখন শুল্ককর পরিশোধ প্রক্রিয়া বিলম্বিত হয়। তাই শতভাগ ই-পেমেন্ট সিস্টেম কার্যকরের পাশাপাশি সফটওয়্যারও যাতে শতভাগ গতিশীল থাকে সেই বিষয়টি শুল্ক বিভাগকে নিশ্চিত করতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us