আসছে ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিনে টেলিভিশনগুলো সাজিয়েছে নানান অনুষ্ঠানে। বড়দিনের টেলিভিশন আয়োজনে নাটকও থাকছে। সম্প্রতি শুটিং হলো বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’র। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশাসহ আরও অনেকে। আপেল মাহ্মুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
নাট্যকার আপেল মাহ্মুদ বলেন, ‘নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের। দুজন মানুষ একত্রে বসবাস করতে চাইলে দুই পক্ষের কম্প্রোমাইজ জরুরি। আবার এই কম্প্রোমাইজ মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেয়া নয়। মূল্যবোধ ঠিক রেখে পাশাপাশি চলা যায় কিনা তাই বলতে চেষ্টা করেছি এই গল্পে।’