সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার একমাত্র পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে আদালতে হাজির হওয়ার জন্য পুলিশকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে মামলার শুনানিতে অংশ নিয়ে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এ আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল ফজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'মামলার একমাত্র আসামি আব্দুল্লাহ আল নোমান পলাতক। তার বক্তব্য জানা ছাড়া বিচার কাজ শুরু করা যাচ্ছে না। তাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য পুলিশকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।'
এ ছাড়া, আজ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্যের বিষয়ে কিছু জানাননি আদালত।