নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় হাত-পা বাঁধা আগুনে দগ্ধ এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুজিবুর রহমান (৫০) উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের আব্বাস আলীর ছেলে।
বুধবার সকালে বাড়ির কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান।ওসি স্থানীয়দের বরাতে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবুরের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরের পাশে জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে মুজিবুরের হাত-পা বাঁধা অবস্থায় আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।