যত ধারালোই হোক ছুরি টি-শার্ট ভেদ করে শরীরে লাগবে না একটি আঁচরও। এমনটাই দাবী করছে ব্রিটিশ আর্মার মেকিং কোম্পানি পিপিএসএস গ্রুপ। প্রতিষ্ঠানটি শরীরের সুরক্ষা বর্ম তৈরির জন্য অধিক পরিচিত। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমন একটি টি-শার্ট তৈরি করেছে যা মানুষের জীবন রক্ষা করতে সক্ষম । বিশ্বের বিভিন্ন দেশেই এখন হাইটেক অস্ত্র রয়েছে। এই হাই-টেক অস্ত্রের মোকাবিলা করতে বিশেষ সরঞ্জামও তৈরি করা হয়, যা নিরাপত্তা বাহিনীর জন্য ব্যবহার করা হয়।
সম্প্রতি পিপিএসএস গ্রুপ সাধারণ নাগরিকদের জন্য এমন একটি টি-শার্ট তৈরি করেছে যা জীবন রক্ষা করতে সক্ষম। এই টি-শার্ট রাস্তায় ছুরির আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে খুবই কার্যকর। সুরক্ষা প্রদানকারী টি-শার্টটি সাধারণ মানুষও কিনতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই বুলেট এবং অন্যান্য অস্ত্র এড়াতে বেশ কিছু পোশাক ডিজাইন করেছে, তবে সাধারণ নাগরিকদের জীবন রক্ষার এমন প্রয়াস এই প্রথম।