স্পর্শকাতর কিছু নিয়ে অতিচর্চা, বেশি কচলানি, খামখেয়ালি, গোঁয়ার্তুমি, হুজুগের খেসারত আবারো। রাজশাহীর বাগমারায় বিজয় দিবসে আবেগের তাড়নায় মুখ ফসকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করে বসেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। এই গোস্তাকির জন্য তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ওয়াজটি আওয়ামী লীগের প্রতিপক্ষকে বিনোদন দিয়েছে। বেশ আনন্দ ও পুলকের সঙ্গে তারা এটি শেয়ারের বন্যা বইয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনার আগে-পরে কোথাও সামান্যতম গোলমাল ছিল না। তার মোনাজাতটি ছিল এমন- 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তারা মানুষ নয়, অমানুষ। মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আমাদের দেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করছেন, উনার হায়াত বাড়িয়ে দিও। অসুখ বিসুখ থেকে উদ্ধার করে দিও আল্লাহ।'