ব্যাটিংয়ের মাঝেই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি পাক ওপেনার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১০:১০

ক্রীড়াবিদদের মাঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যা যেন দিনে দিনে বেড়েই চলেছে। বছরের মাঝপথে ইউরো ২০২০ এর ম্যাচ চলাকালে মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন, পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো অজ্ঞান না হলেও একই সমস্যায় মাঠ ছেড়েছিলেন, যে কারণে পরে ক্যারিয়ারটাই শেষ হয়ে যায় তার। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তান ওপেনার আবিদ আলি। 


গতকাল মঙ্গলবার প্রথম শ্রেনির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করছিলেন আবিদ। তখনই প্রথম বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছু পরে আবারও একই জায়গায় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপরই দলের ম্যানেজার আশরাফ আলির তত্বাবধানে তাকে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু পরেই জানা যায় হৃদযন্ত্রের সমস্যায় পড়েছেন আবিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us