ছবির প্রদর্শনী হয়ে গেল। শেষও হলো। রনি ভৌমিকের কি মতামত শোনার আর দরকার আছে? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে সিনেমাটির অভিনেতা তারিক আনাম খান আর সিয়াম আহমেদের একটি ছবি। দুজনের চোখে জল। তারিক আনাম খানের কাঁধে মাথা সিয়ামের। যেন বাবার কাঁধে ছেলের মাথা। ছবিতে তাঁরা বাবা–ছেলেই। নিজেদের গল্পটা এতটাই ছুঁয়ে গেছে তাঁদের, প্রদর্শনীর পরে এক অপরকে জড়িয়ে ধরলেন আবেগে অশ্রু ছেড়ে। আর দর্শক? যতটুকু চোখে পড়েছে, ভেজা চোখই ছিল অনেকের। সিনেমা হল ছেড়ে চলে যাওয়ার সময় অজান্তেই কারও মুখ থেকে বেরিয়ে পড়ল, ‘অনেক দিন পরে একটা পারিবারিক গল্পের ছবি দেখলাম।’