You have reached your daily news limit

Please log in to continue


করোনায় জীবন বিমা প্রিমিয়াম কমেছে ১২০ কোটি টাকা

করোনায় দেশের জীবন বিমা খাতের প্রিমিয়াম কমেছে ১২০ কোটি টাকা। ২০২০ সালে জীবন বিমা কোম্পানির প্রিমিয়াম আয় হয়েছে ৮ হাজার ৯২৬ কোটি টাকা। আগের বছর ২০১৯ সালে যা ছিল ৯ হাজার ৪৬ কোটি টাকা। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, আলোচ্য সময়ে প্রিমিয়াম কমলেও জীবন বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড বেড়েছে। আলোচ্য সময়ে বেসরকারি জীবন বিমা খাতের লাইফ ফান্ড ৩১ হাজার ৮৩৮ কোটি টাকা থেকে বেড়ে ৩২ হাজার ৬৭১ কোটি টাকায় উন্নীত হয়েছে। জীবন বিমা খাতে ২০১৯ সালে বিনিয়োগ ছিল ২৮ হাজার ৬৬০ কোটি টাকা। ২০২০ সালে তা বেড়ে ৩০ হাজার ৯২৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া জীবন বিমা কোম্পানির মোট সম্পদ ২০১৯ সালে ছিল ৩৮ হাজার ৮৪৩ কোটি টাকা। ২০২০ সালে তা বেড়ে ৪১ হাজার ৩৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন