লেখক অভিজিত রায় হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক যে দুইজনের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে তাদের একজন দেশের ভেতরে আত্মগোপন করে রয়েছেন বলে পুলিশ মনে করছে। ঢাকার পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হত্যাকান্ডের প্রধান আসামী মেজর জিয়া এখনও দেশেই আত্নগোপন করে রয়েছেন বলে তারা ধারণা করছেন। তবে তার অবস্থান জানা যাচ্ছেনা।
মেজর জিয়া নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আরেক পলাতক আসামী আকরাম হোসেনের ব্যাপারে তথ্যের জন্য পুরস্কার ঘোষণার আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে যোগাযোগ করেছিল কিনা - তা নিয়ে পুলিশ বা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, আমেরিকা এমন পুরস্কার ঘোষণা আগেও করেছে এবং তা থেকে সাফল্য পেয়েছে।
অভিজিৎ রায় হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে পুলিশ যাদের দেখিয়েছে, সেই সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনকে কয়েক বছর ধরেই গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সেই চেষ্টা এখনও সফল হয়নি। তাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগেও পুলিশের মামলা রয়েছে।