পাপিয়ার সঙ্গে ঘনিষ্ঠতাসহ ৪ কারণে তুহিনকে শোকজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ২০:৫৮

যুব মহিলা লীগের আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়ার আলোচনা ফের সামনে এসেছে। তার সঙ্গে ঘনিষ্ঠতাসহ চার কারণে এরই মধ্যে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার সই করা দুই পৃষ্ঠার ওই চিঠি গণমাধ্যমের হাতে আসে।


চিঠিতে প্রথম কারণ হিসেবে বলা হয়, আপনি ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উৎযাপন এবং শ্রদ্ধা নিবেদনের আগে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অসাংগঠনিক কর্মকাণ্ড করেছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারসহ অনেককে অপমান, নাজেহাল এমনকী শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us