মেট্রোরেলের সপ্তম চালানে আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৮ মিনিটের দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ার পর জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে। বাকিগুলো বুধবার (২২ ডিসেম্বর) নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
বিদেশি জাহাজ এসপিএম ব্যাংককের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের ৮টি রেলওয়ে কোচ, ৪টি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজে ৪৯০ মেট্টিক টন ওজনের মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর ভেড়ে। এরপর ৮ নম্বর জেটিতে অবস্থানরত ওই জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে।