শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। এর মধ্যে নবজাতক শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ কারণে ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নিচতলার দুই নম্বর ওয়ার্ডে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে ৪০ দিন বয়সী সালমানকে। তার সঙ্গে রয়েছেন মা জেসমিন আক্তার ও দাদি নুরজাহান বেগম।
রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা জেসমিন আক্তার জানান, গত কয়েকদিন ধরে সালমানের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। এ কারণে গত রোববার (১৯ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস করানো হচ্ছে। তিনি বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় আমার সন্তানের এমন হয়েছে। ডাক্তার দেখেছেন। পরীক্ষা করে তার নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
পাশের বেডে ভর্তি করা হয়েছে দুই মাসের নবজাতক সুরাইয়াকে। কয়েকদিন আগে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে সে। সমস্যা বেড়ে যাওয়ায় শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরাইয়ার মা সাভার নবীনগরের বাসিন্দা মারজান বলেন, হঠাৎ করে শীত বেড়ে গেছে। শীত বাড়ার পর থেকে সুরাইয়ার ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হলেও সুস্থ না হওয়ায় শ্যামলী শিশু হাসপাতালে ভর্তি করি। পরীক্ষা-নিরীক্ষা পর জানা যায় তার নিউমোনিয়া হয়েছে।