কলকাতা পুরভোটের গণনা শুরু হওয়ার আগেই তৃণমূল জানিয়েছিল, তারা ১৩৪টি আসনে জিতবে। বাস্তবে সেটাই হতে চলেছে। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতে এগিয়ে তৃণমূল। এর মধ্যে অনেক আসনে তারা জিতে গেছে। বিজেপি তিন, কংগ্রেস দুই ও বামেরা দুইটি আসনে পেয়েছে। তিনটিতে এগিয়ে নির্দল প্রার্থীরা। তৃণমূলের প্রধান প্রার্থীরা সকলেই জিতেছেন। গতবারের মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে, বিধায়ক পরেশ পাল, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার জিতেছেন। সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বেহালায় জিতেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ও জিতেছেন। মমতা, অভিষেকের পর পরিবারের তৃতীয় সদস্য হসাবে কাজরী ভোটে জিতলেন। বিজেপি প্রার্থীদের মধ্যে মীনাদেবী পুরোহিত জিতেছেন। কংগ্রেসের সন্তোষ পাঠক জিতেছেন। জয়ের পর তৃণমূল সমর্থকরা সবুজ আবির মাখলেন। তৃণমূল কংগ্রেসের একঝাঁক তরুণ প্রার্থী ভোটে জিতেছেন। তবে তাদের অধিকাংশই তৃণমূল নেতা বা নেত্রীর সন্তান।