১৫ যুগ্মসচিবকে প্রেষণে নিয়োগ

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬

প্রশাসনে যুগ্ম সচিব পদ মর্যদার ১৫ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদ হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।


এছাড়া, জনপ্রশান মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বদরুন নাহারকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শাহআলম সরদারকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক, আইএমইডির অধীনে সিটিপিইউয়ের উপপরিচালক মো. আকনুর রহমানকে আইএমইডির অধীনে সিপিটিইউ, বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক।


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুল হান্নানকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভোলাপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) সাউদান রুটের প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আব্দুস সামাদকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us