মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু করে সোমবার পর্যন্ত টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে ৮টি রাজ্যে তুমুল বন্যা দেখা দেয়, অনেক গ্রাম ও শহরের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়।পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে দেরি করায় তুমুল সমালোচনার মুখে পড়েছে মালয়েশিয়ার সরকার।
এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। সোমবার পর্যন্ত আনুমানিক ৫১ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই মালয়েশিয়ার পূর্ব উপকূলের পাহাং রাজ্যের বাসিন্দা। বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি পাহাং।
বন্যায় রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে থাকা পশ্চিম উপকূলীয় রাজ্য সেলাঙ্গরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি মালয়েশিয়ার সবচেয়ে সম্পদশালী ও জনবহুল রাজ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে কুয়ালালামপুর শহরতলীর বিভিন্ন অংশ পানিতে নিমজ্জিত দেখা গেছে।