এ বছর আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছি। এ উপলক্ষে গত ৫০ বছরে নানা ক্ষেত্রে বাংলাদেশের অর্জন সম্পর্কে বিভিন্ন ফোরামে আলাপ-আলোচনা হচ্ছে। এসব আলোচনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পেছনে থাকে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ভূমিকা পালনে গভর্ন্যান্স বা শাসনপ্রক্রিয়া সুদূরপ্রসারী ভূমিকা রাখে। তবে শাসনপ্রক্রিয়ার মূলে থাকে ক্ষমতা, যা ব্যবহার করা হয় প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের প্রয়োগ করে; কিছু নিয়ম-পদ্ধতির অনুসরণ করে এবং অনেক প্রতিষ্ঠানকে ক্রিয়াশীল করার মাধ্যমে। আর জনকল্যাণ অর্জনের জন্য প্রয়োজন শাসনপ্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা।