২০২১ সালে মরিয়া হয়ে স্বাভাবিক গতিতে ফেরার চেষ্টা করেছে ফ্যাশন বিশ্ব। সেই চেষ্টায় ছিল দায়িত্বশীলতা। কেবল পোশাকের ব্র্যান্ডই নয়, ফ্যাশন দুনিয়ার বড় বড় তারকাও সচেতনতার সঙ্গে সেই দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। ফাস্ট ফ্যাশনের দৌরাত্ম্য কমিয়ে টেকসই ফ্যাশনকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁরা। পরিবেশের ওপর ফ্যাশন ইন্ডাস্ট্রির নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে তাঁরা টেকসই ফ্যাশনের পতাকা বহন করেছেন।
কেউ লালগালিচায় পরে এসেছেন রিসাইকেল (পুনর্ব্যবহার) আর আপসাইকেল (পুরোনোকে নতুন করে ব্যবহার) করা উপাদানে তৈরি পোশাক। আবার কেউ গুরুত্বপূর্ণ আয়োজনে এমন ডিজাইনার বেছে নিয়েছেন, যিনি পরিবেশবান্ধব টেকসই ফ্যাশনে বিশ্বাসী। এ রকমই কয়েকজন শক্তিশালী, ফ্যাশন ইনফ্লুয়েন্সারকে (প্রভাবক) নিয়ে এই আয়োজন, যাঁরা অন্যদের প্রভাবিত করেছেন টেকসই ফ্যাশনের দিকে।