'ভোট উৎসব' ফিরিয়ে দিন

সমকাল রুস্তম আলী খোকন প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:১১

স্থানীয় সরকার কাঠামোর ইউনিয়ন পরিষদ ও কয়েকটি পৌর নির্বাচন সহিংস হয়ে উঠেছে। সংবাদমাধ্যমে প্রকাশ, নির্বাচন এবং নির্বাচনপূর্ব ও পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা অর্ধশতের ওপরে। স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচন সরকার কয়েক বছর আগে দলীয় প্রতীকে নিয়ে এসেছে। দলীয় প্রতীকে নির্বাচন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ফলে এর ওপর রাজনৈতিক প্রলেপ পড়েছে। শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই নির্বাচনে অংশ নিয়ে জয় ছিনিয়ে আনার জন্য মরিয়া। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু শাসক দলের প্রার্থীরা সরকারে থাকার বাড়তি সুযোগের পাশাপাশি রাষ্ট্রের আনুকূল্য লাভের চেষ্টা করে।


বাংলাদেশ সৃষ্টির পর থেকে বিগত ৫০ বছরে যারা ক্ষমতায় থেকেছে, তাদের সবাই এমনটা ভেবেছে এবং করেছে। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশ নিচ্ছে না। তাদের দলের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিচ্ছিন্নভাবে অংশ নিলেও সরকারি দলের প্রার্থীদের সঙ্গে মূলত লড়াই হচ্ছে নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের, যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি অনুসারী প্রার্থী আছেন যারা, তাদের ভিতও কম শক্ত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us