দেশে বিদ্যুতের উৎপাদন খরচ গড়ে ইউনিট প্রতি সাত পয়সা করে বেড়েছে। পিডিবি বলছে ২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থবছরের হিসাব পযালোচনা করে এই বৃদ্ধি চিহ্নিত করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল ৫ টাকা ৯১ পয়সা। ২০২১-২২ এ বেড়ে হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। বছর ঘুরতেই বিদ্যুৎখাতে প্রায় ১০ হাজার ৬৮০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
পিডিবি জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে বিদ্যুৎ উৎপাদনে খরচ ছিল ৪১ হাজার ১৯৮ কোটি টাকা। যা পরের অর্থবছরে বেড়ে হয়েছে ৫১ হাজার ৮৭৮ কোটি টাকায় দাঁড়ায়। উৎপাদন বেড়ে যাওয়াতেই খরচ বেড়েছে বলে জানা গেছে।
পিডিবি সূত্র বলছে, আইপিপি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ প্রায় এক টাকা করে বেড়ে যাওয়ায় উৎপাদন খরচে এই হেরফের হয়েছে। হিসাব পর্যালোচনা করে দেখা গেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্রের বদলে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ কেনায় উৎপাদন খরচ বেড়েছে।