গণতন্ত্র নিয়ে সবক দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই

প্রথম আলো সান জি প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ২০:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৯ এবং ১০ ডিসেম্বর তাঁদের নির্বাচন করা ১০৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। এটি যুক্তরাষ্ট্রের ভাষায় ছিল গণতন্ত্র সম্মেলন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও সংহত করাই ওই সম্মেলনের সাধারণ লক্ষ্য ছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এটি আপাতবিরোধী (প্যারাডক্সিক্যাল) বিষয় হিসেবে পর্যবসিত হয়েছে।


যুক্তরাষ্ট্রের কাছে গণতন্ত্র মুখ্যত হলো সেই রাজনৈতিক হাতিয়ার, যা নিজের স্বার্থ ও লক্ষ্য পূরণে সব সময়ই তারা ব্যবহার করে থাকে। অর্থাৎ বেশির ভাগ মানুষের স্বার্থরক্ষার মধ্যে গণতন্ত্রের যে মূল অর্থ নিহিত, সে বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে প্রাধান্য পায় না। দেশটি সব সময় নিজেকে গণতন্ত্রের রোল মডেল এবং সর্বোৎকৃষ্ট শিক্ষক হিসেবে দাবি করে কিন্তু পরিহাসের বিষয়, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যাবে দেশটি আসলে বিশ্বের সবচেয়ে বেশি মাত্রার কর্তৃত্ববাদী দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us