পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)। সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোর সোয়া ৫টায় একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি মহিলা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।