শিশুদের জন্য বিশেষ ট্যাব নিয়ে এলো স্যামসাং

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১৪:৫১

এবার শিশুদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা ট্যাব নিয়ে এলো স্যামসাং। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের এই ভার্সনের নাম দেওয়া হয়েছে, ‘স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস’। বিশেষ এই ট্যাব শুধু রাশিয়ার বাজারেই পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১৭ হাজারের একটু বেশি। আপাতত সংস্থার অনলাইন স্টোর থেকে ছোটদের জন্য বিশেষ ভাবে তৈরি ট্যাব কিনতে পারবেন ক্রেতারা। এর বাইরে বাছাই করা কিছু রিটেল স্টোরেও গ্যালাক্সি ট্যাব এ কিডস মিলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।


শিশুদের জনপ্রিয় ব্র্যান্ড স্পেশারিকির সঙ্গে মিলে এই লেটেস্ট ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস-এর অন্যতম ফিচার হল তার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। যার নাম দেওয়া হয়েছে ‘মারুসিয়া’। এখানে ছোটদের মনোরঞ্জনের ভরপুর ব্যবস্থা থাকছে। এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্টে গল্প, মিউজিক, গেমস-সহ একাধিক বিষয় থাকছে। বিনোদনের দিকটি যেমন রয়েছে, তেমনই ছোটদের কথা ভেবেই শিক্ষামূলক ফিচারও থাকছে নতুন ট্যাবলেটে। এই ট্যাবটিতে অত্যন্ত শক্তিশালী ৫১০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ করলেই একদিন পর্যন্ত ব্যাকআপ মিলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us