কেটে গেছে শঙ্কা। নিউজিল্যান্ডে সবশেষ করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বাংলাদেশ দলের সবার। কোয়ারেন্টিন পর্ব শেষে তাদের অনুশীলনে ফেরার পথ খুলে গেছে। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ জানান, মঙ্গলবার থেকে অনুশীলন করতে পারবেন তারা।
“গতকাল (রোববার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল এখানে। আজ সকালে ফল এসেছে, আমরা সবাই নেগেটিভ।” “এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল (মঙ্গলবার) বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। কাল সকাল সোয়া ১০টা থেকে আমাদের অনুশীলন শুরু হবে লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব।”
নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন পর্ব বেশ কঠোর। তবে নেগেটিভ হয়ে এই পর্ব শেষ করা গেলে স্বাভাবিকভাবেই সব করা যায়। তখন কোনো বিধি নিষেধ থাকে না। মাহমুদের আশা, স্বাভাবিক জীবনে ফিরে গেলে ক্রিকেটারদের প্রস্তুতি ভালো হবে। “অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব।”