৪৭ হাজার বর্গকিলোমিটার নিয়ে বাংলাদেশের উপকূল অঞ্চল, যেখানে প্রায় চার কোটি মানুষের বাস। জলবায়ু পরিবর্তনের কারণে এসব জমির লবণাক্ততা দিন দিন বাড়ছে। ফলে শুষ্ক মৌসুমে এসব জমির একটি বিরাট অংশ পতিত থাকছে। শুধু বৃষ্টির মৌসুমে কৃষক আমন ধান আবাদ করতে পারছেন। অর্থাৎ উপকূল অঞ্চলে বছরে একটিমাত্র ফসল আবাদ হচ্ছে। শুধু লবণাক্ততাই এই অঞ্চলে একমাত্র সমস্যা নয়। এ অঞ্চলে সেচযোগ্য পানিরও অভাব আছে। মূলত এ দুই সমস্যার কারণেই এই উপকূলে এক লাখ হেক্টরেরও বেশি জমি শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে।