ডিজিটাল বিপ্লবের বয়স কম নয়, তবু আজও সত্যিকারের বৈশ্বিক ডিজিটাল ব্যবস্থা ব্যবস্থা গড়ে ওঠেনি। তার বদলে আমরা ডিজিটাল পুঁজিবাদের এমন কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপরেখা পাচ্ছি যা মুখ্যত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বহু বছর ধরে নিজ নিজ মডেল অনুযায়ী এগিয়ে নিচ্ছে এবং তারা উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতিতে ক্রমবর্ধমানভাবে সেগুলো রপ্তানি করে যাচ্ছে। বড় বড় শক্তিগুলো ডিজিটাল খাতে বৈশ্বিক আদল নিয়ে এগিয়ে না আসায় প্রযুক্তি খাতের সমস্যার সর্বজনীন সমাধান অধরা থেকে যাচ্ছে।
এখন প্রশ্ন উঠছে, আজকের এই বিশ্বে কী ধরনের বিকল্প ডিজিটাল ব্যবস্থা, বিশেষ করে অর্থ ব্যবস্থা চালু করা যেতে পারে যা বৈশ্বিক অর্থ ব্যবস্থাকে এক সুতোয় গাঁথতে পারবে। ইন্টারনেট ব্যবস্থাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে তা সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষার হাতিয়ার কীভাবে বানানো যাবে তা নিয়ে ভাবতে হবে।