‘রাষ্ট্রীয় কোনো কিছুতেই এখন আর আফসোস হয় না’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ২১:২৫

রাষ্ট্রীয় কোনো কিছুতেই এখন আর আফসোস হয় না বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমি ছিলাম। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কোনো নাম নিতে শুনি নাই। তাজউদ্দীন আহমদের কথাও শুনি নাই, সৈয়দ নজরুল ইসলামের কথাও শুনি নাই, মনসুর আলীর কথা কিংবা কামারুজ্জামানের কথাও শুনি নাই। এক জায়গায় শুধু প্রধানমন্ত্রী জেল হত্যার কথা যখন বললেন, তখনই তাদের নাম বলেছেন।’


তিনি বলেন, ‘রাষ্ট্রীয় কোনো কিছুতেই আমার এখন আর শোক-আফসোস হয় না। রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেলাম কী পেলাম না, রাস্তায় জায়গা পেলাম কী পেলাম না, কেউ সম্মান দিলো কী দিলো না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমার নাই। আমি ১৬ তারিখ সংসদের দক্ষিণ দিকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে ছিলাম। আমি যেখানে বসেছি, বক্তারা ছিল আমাদের থেকে কম পক্ষে ৬০-৭০ ফুট দূরে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন, তার যে দূরত্ব ছিল, কোনো রাজ দরবারেও এত দূরত্ব থাকে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us