যুক্তরাষ্ট্রে সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা ও মুদ্রাস্ফীতির সমস্যা সত্ত্বেও খুচরা বাণিজ্য গোষ্ঠী ও শিল্প পর্যবেক্ষকরা এবারের ছুটির মৌসুমে অর্থাৎ বড়দিনের উৎসবে বিক্রির রেকর্ড মাত্রার পূর্বাভাস দিচ্ছেন। তবে বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম সিএনবিসি পরিচালিত এক জরিপে দেশটির অধিকাংশ ধনী ব্যক্তিরা অর্থাৎ ৬৮ শতাংশই বলেছেন, তারা এ বছরের ছুটিতে বেশি ব্যয় করবেন না। আগের বছর যেভাবে খরচ করেছেন এ বছরও একই পরিমাণ করবেন।
এছাড়াও দেশটির ধনীদের একটি বড় অংশ জানিয়েছেন, এ বছরের ছুটির মৌসুমে তারা আড়াই হাজার ডলারেরও কম খরচ করবেন। যা ২০১৯ সালের চেয়েও অনেক কম। এই ছুটির মৌসুমে মিলিয়নিয়াররা কীভাবে তাদের ব্যয় কমাবেন তার উপায় তারা নিজেরাই দেখিয়েছেন। মিলিয়নিয়ারদের মধ্যে ২৯ শতাংশ জানিয়েছেন এবারের ছুটিতে তারা এক হাজার ডলার থেকে দুই হাজার ৪৯৯ ডলার খরচ করবেন।